গ্রিসের সঙ্গে সীমান্তবর্তী দেশটির একটি মহাসড়কে একটি ট্রাকের ভেতর থেকে ৬৪ জন বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে নর্থ মেসিডোনিয়ার পুলিশ।
মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়েছে, নর্থ মেসিডোনিয়ার দক্ষিণ-পূর্বের স্ট্রুমিকার কাছে পরিদর্শনকালে ট্রাকের চালক পালিয়ে যায়।
তবে আটক অভিবাসীদের বিষয়ে আর কিছু জানায়নি দেশটির পুলিশ। আটক অভিবাসীদের সীমান্ত শহর গেভগেলিজাতে স্থানান্তর করা হয়েছে । এবং তাদের প্রত্যাবাসন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি