নৌ সদস্যদের পেশাগত মানোন্নয়নে প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করা হচ্ছে বলে জানিয়েছেন, নৌ বাহিনীর প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী।
আজ (বুধবার) সকালে, বাংলাদেশ নেভাল একাডেমি চট্টগ্রামে নবীন কর্মকর্তাদের গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।
নৌ প্রধান বলেন, বাংলাদেশ নৌ বাহিনী আধুনিক প্রযুক্তি সম্বৃদ্ধ যুদ্ধ জাহাজ ও সর্বোপরি দু’টি সাবমেরিন সংযোজনের মধ্য দিয়ে ত্রিমাত্রিক নৌ বাহিনীর মর্যাদায় উন্নীত হয়েছে।
এসময় দেশ রক্ষার পাশাপাশি চাকরি জীবনের শুরুতে বৈশ্বিক মহামারী কোভিড-১৯ প্রতিরোধে নবীন নৌ কর্মকর্তাদের প্রতি আহ্বানও জানান তিনি। এবার ৩ জন মহিলা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন।