বাংলাদেশের পশ্চিমাঞ্চলের চারটি জেলা ঘিরে যশোর-ঝিনাইদহ করিডোর বরাবর সড়ক যোগাযোগ উন্নত করার একটি প্রকল্পে বিশ্ব ব্যাংক ৫০ কোটি ডলারের ঋণ দিচ্ছে।
পশ্চিমাঞ্চলের ১১০ কিলোমিটার দুই লেনের সড়ককে চার লেনের মহাসড়কে উন্নীত করার জন্য বিশ্ব ব্যাংকের একাধিক ধাপের যে ১৪০ কোটি ডলারের কর্মসূচি রয়েছে, এ প্রকল্প তার প্রথম ধাপ বলে আজ এক বিবৃতিতে বলা হয়।
এই প্রকল্প পশ্চিমাঞ্চলের ২৬০ কিলোমিটার অর্থনৈতিক করিডোর তৈরির সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করবে এবং এতে দুই কোটির বেশি মানুষ উপকৃত হবে।
কর্মসূচির প্রথম ধাপে, যশোর ও ঝিনাইদহের মধ্যে ৪৮ কিলোমিটার মহাসড়কের এবং স্থানীয় অর্থনীতিকে উত্সাহিত করতে ৬০০ কিলোমিটারের গ্রামীণ সংযোগ সড়ক ও ৩২টি গ্রামীণ বাজারের উন্নয়ন হবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি