মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে, দেশপ্রেমে উদ্ভুদ্ধ করতে হলে নৈতিকতার শিক্ষা দেয়ার কোন বিকল্প নাই। তিনি বলেন, নীতিহীন এবং মূল্যবোধহীন শিক্ষার সার্টিফিকেট চাকরি দিতে পারে কিন্তু প্রকৃত মানুষ দিতে পারে না।
মন্ত্রী আজ (শনিবার) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলার অনলাইন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উদ্বোধনী বক্তৃতায় একথা বলেন। পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরামহীন ও গতিশীল নেতৃত্বে আমরা মহামারী করোনা মোকাবেলা করে যাচ্ছি। এই করোনাকালে দেশের কোটি-কোটি মানুষকে বিভিন্ন ধরণের সহায়তা দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশে। দেশে কোন মানুষ অনাহারে থাকবে না এবং সেই ব্যবস্থাই করেছেন প্রধানমন্ত্রী।
নিউজ ডেস্ক/বিজয় টিভি