করোনা মহামারির কারণে বৈশ্বিক অর্থনীতি মহামন্দার দ্বারপ্রান্তে বলে মন্তব্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (সোমবার) সকালে, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে ২০২০-২০২১ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনা ও সমাপনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে জাতি একটি ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। তবে অর্থনৈতিক অবকাঠামোর ক্ষতি হয়নি বলেও জানান তিনি। দেশের মানুষের জীবনমান উন্নয়নে উচ্চাভিলাষী বাজেট দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের সুরক্ষার কথা বিবেচনা করে ১৯টি প্রণোদোনার প্যাকেজ দেয়া হয়েছে। এই প্রণোদোনার প্যাকেজের কারণে দেশের ১২ কোটি ৫৫ লাখ মানুষ সুবিধা পাচ্ছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি