জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করতে বেশি করে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
আজ (সোমবার) সকালে সরকারি বাসভবন থেকে মুজিব শতবর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের ভার্চ্যুয়াল অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন।
তিনি বলেছেন, বর্তমান সময়ে বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের ফলে সারাবিশ্বের পরিবেশ, মানুষের জীবন ও জীববৈচিত্র্য চরম হুমকির মুখে। মানুষের জীবিকাও হুমকিতে।
সেজন্য কৃষি মন্ত্রণালয় প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় ১০০টি করে বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে। এতে সভাপতিত্ব করেন কৃষি সচিব মো. নাসিরুজ্জামান। সঞ্চালনা করেন অতিরিক্ত সচিব মো. হাসানুজ্জামান কল্লোল।
নিউজ ডেস্ক/বিজয় টিভি