রিজেন্ট হাসপাতাল লিমিটেড উত্তরা শাখায় (মূল শাখা) বিভিন্ন অনিয়মের অভিযোগে হাসপাতালের সব কার্যক্রম অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ‘দ্য মেডিক্যাল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিস রেজিস্ট্রেশন অর্ডিন্যান্স-১৯৮২’ অনুযায়ী এ নির্দেশ দেওয়া হয়।
আজ (মঙ্গলবার) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. আমিনুল হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রিজেন্ট হাসপাতাল লিমিটেড উত্তরা শাখা ও মিরপুর শাখা (উভয় বেসরকারি হাসপাতাল) চলতি বছরের মার্চ মাস থেকে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছিল।
গত ৬ জুলাই র্যাবের অভিযান (মোবাইল কোর্ট পরিচালনাকালে) রিজেন্ট হাসপাতাল লিমিটেড উত্তরা শাখায় (মূল শাখা) বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। যা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। (সংগৃহীত)