সারা দেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে, যমুনার পানি সকালে বিপৎসীমার ৮২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। যত দিন যাচ্ছে ততই দুর্ভোগ বাড়ছে এ জেলার ৭ উপজেলার প্রায় ১০ লাখ পানিবন্দি মানুষের।
দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি, খাবার, শিশু খাদ্য ও গো-খাদ্যের সংকটের পাশাপাশি ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগ। এদিকে, কুড়িগ্রামে আবারো বাড়তে শুরু করেছে ধরলা নদীর পানি।
সেই সাথে কিছুটা বাড়ছে ব্রহ্মপূত্র নদের পানিও। মানিকগঞ্জে ১২ ঘণ্টায় যমুনার পানি ৪ সেন্টিমিটার ও ধলেশ্বরীর পানি ১২ সেন্টিমিটার বাড়ায়, নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।
এছাড়া, সুনামগঞ্জে ভারী বৃষ্টি ও উজানের ঢলে আবারও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানি বাড়ছে হাওর এলাকায়। এতে আবারও প্লাবিত হচ্ছে রাস্তাঘাট, ঘরবাড়ি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি