দেশের সকল মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
আজ (বৃহস্পতিবার) সকালে, ১০ কোটি টাকা ব্যয়ে দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আউটডোর কমপ্লেক্স ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে তিনি এ কথা জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সকল ক্ষেত্রেই উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। মহামারির মধ্যেও উন্নয়ন থেমে নেই। এ সময় উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগ দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ কুতুব আল-হোসাইনসহ অনেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি