বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলা হয়েছিল বলে মন্তব্য করেছেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।
আজ (সোমবার) সকালে ঝালকাঠি শহরের আমতলা সড়কে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর সংবিধানের চার নীতি ছুঁড়ে ফেলে সাম্প্রদায়িক রাজনীতি চালু করা হয়। বঙ্গবন্ধুর খুনিদের বিভিন্ন দুতাবাসে চাকরি দিয়ে জাতিকে লজ্জিত করা হয়েছিল। জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরসহ অনেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি