সিটিতে বসবাস করে কেউ হোল্ডিং ট্যাক্স দেবে আর কেউ দেবে না এটি আর হতে পারে না। তাই সবাইকে হোল্ডিং ট্যাক্সের আওতায় আসার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
আজ (মঙ্গলবার) ঢাকা উত্তর সিটি করপোরেশন রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে চিরুনি অভিযানের উদ্বোধনকালে এ আহ্বান জানান তিনি। প্রথম পর্যায়ে ডিএনসিসির অঞ্চল-২ ও অঞ্চল-৫ এর আওতায় ১৮টি ওয়ার্ডে একযোগে এ অভিযান চলবে।
চিরুনি অভিযানের উদ্বোধন শেষে মেয়র নিজে উপস্থিত থেকে ৩৩ নং ওয়ার্ডের বছিলা ব্রিজ এলাকায় পরিদর্শন করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি