তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বর্তমানে সরকারী সেবা ৪০ শতাংশ সাধারণ মানুষের দোরগড়ায় পৌছে দেওয়া সম্ভব হয়েছে। এই সেবাকে ডিজিটালের মাধ্যমে আগামী ২০২১ সালের মধ্যে ৪০ থেকে বাড়িয়ে ৯০ শতাংশ মানুষের মাঝে পৌছে দেওয়া হবে। এতে করে সাধারণ মানুষের সময়, শ্রম এবং অর্থ খরচ কম হবে।সিংড়া গোল-ই আফরোজ সরকারী কলেজের ৬তলা বিজ্ঞান ভবন, নবীন বরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, আগামী নির্বাচন নিয়ে সুবিধাবাদীরা ষড়যন্ত্র করছে। ঐক্য কমিটির নামে বিএনপি তাদের নিয়ে ষড়যন্ত্র করছে। আগামী দিনে ছাত্রলীগ তাদের ষড়যন্ত্র রুখে দিবে।
উপস্থিত ছিলেন, সিংড়া গোল-ই-আফরোজ সরকারী কলেজের অধ্যক্ষ এমএইচ খালিদ, পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জেমস, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম সহ জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি