দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ-রুটে ফেরি চলাচল। পদ্মা সেতুর লৌহজং ও শরিয়তপুরের জাজিরা চ্যানেলে নব্যতা সংকট হওয়ায় এখনো চালু করা সম্ভব হয়নি ফেরি চলাচল।
ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে দূর্ভোগের সৃষ্টি হয়েছে। কয়েকশ পন্যবাহী ট্রাক ও পরিবহন আটকে পড়েছে। পরিবহনের যাত্রীরা ঘাটে এসে পড়েছে বিপাকে। এ্যাম্বুলেন্স রুগীরা পড়ছেন চরম বিপাকে।
আর লঞ্চ ও স্পীডবোট চলাচল স্বাভাবিক রয়েছে। তবে, এসব যানবাহনকে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে ঘাট কর্তৃপক্ষ। তারা বলছেন, চ্যানেলের নাব্যতা সংকট কাটিয়ে উঠতে ১৩টি ড্রেজার দিয়ে পলি অপসারণের কাজ চলছে। ফেরি চলাচল স্বাভাবিক হতে আরো ৫ থেকে ৬ দিন সময় লাগবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি