মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, মুক্তিযুদ্ধ জাদুঘরকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া এবং দৃষ্টিনন্দন করার অন্যতম কারিগর ছিলেন জিয়াউদ্দিন তারিক আলী। তিনি শুধু মহান মুক্তিযুদ্ধেই ভূমিকা রাখেননি, মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আমৃত্যু কাজ করেছেন। তাঁর মতো আপাদমস্তক অসাম্প্রদায়িক সংস্কৃতিমনা এবং মুক্তিযুদ্ধের চেতনার প্রতি নিবেদিতপ্রাণ ব্যক্তিত্বের চলে যাওয়া জাতির জন্য অপূরণীয় ক্ষতি ।
মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।