দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমকে আজ কেবিনে নেয়া হচ্ছে না। তার শারীরিক অবস্থার উন্নতি হলেও আরো দু’দিন তাকে এইচডিইউতে রাখা হবে।
ইনস্টিটিউট অব নিওরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের নিউরো ট্রমা বিভাগের প্রধান ও ওয়াহিদার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. মোহাম্মদ জাহেদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ওয়াহিদার শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আরো দু’দিন তাকে এইচডিইউতে রেখে পর্যবেক্ষণ করতে চান তারা। গত বুধবার রাতে ইউএনও ওহাহিদা খানমকে তার সরকারি বাসভবনে ঢুকে কুপিয়ে যখম করে দুর্বৃত্তরা। পরদিন তাকে ঢাকায় এনে মাথায় অস্ত্রপচার করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি