নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায়, জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেয়ার জন্য আরো পাঁচদিন সময় বাড়িয়ে দেয়া হয়েছে।
আজ, জেলা প্রশাসক জসিম উদ্দিন তদন্ত কমিটির আবেদনের প্রেক্ষিতে এ সময় বাড়িয়ে দেন। এ সময় জেলা প্রশাসক বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই সবদিক বিবেচনা করেই একটি কমিটি বস্তুনিষ্ঠ পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করবে।
এ কারণে তদন্ত কমিটিকে আরও পাঁচ দিনের সময় দেয়া হয়েছে। এ সময়ের মধ্যে কমিটি প্রতিবেদন দাখিল করবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি