গত তিনদিনে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় থেকে প্রায় ১৬০০ অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড উচ্ছেদ করা হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর থেকে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
এদিকে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় সকাল থেকে অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।
ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন জানিয়েছেন, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তিন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচালনায় গুলশান, বনানী ও প্রগতি সরণিতে অভিযান চালানো হয়েছে। অভিযানে প্রায় সাত শতাধিক অবৈধ সাইনবোর্ড উচ্ছেদ করা হয়। এছাড়া স্পট নিলামের মাধ্যমে এসব সাইনবোর্ড ও অন্যান্য মালামাল এক লাখ ৭৭ হাজার টাকায় বিক্রি করা হয়। ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা, ট্রেড লাইসেন্স না থাকা, সরকারি কাজে বাধা এবং অন্যান্য অপরাধে এক লাখ ৯১ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) একই এলাকায় অভিযান পরিচালনা করে আরও প্রায় ৬২০টি অবৈধ সাইনবোর্ড উচ্ছেদ করা হয়। এছাড়া স্পট নিলামের মাধ্যমে এসব সাইনবোর্ড ও অন্যান্য মালামাল এক লাখ ৭৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়। ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা, ট্রেড লাইসেন্স না থাকা এবং অন্যান্য অপরাধে ৯৭ হাজার টাকা জরিমানা করা হয়।
নিউজ ডেস্ক/ বিজয় টিভি