নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম আবদুল আজিজ (৪০)। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩২।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এখনো আরও চারজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাদের কেউই আশংকামুক্ত নয় বলে জানিয়েছে চিকিৎসক।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর (শুক্রবার) এশার নামাজের সময় মসজিদের ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অর্ধশত মানুষ আহত হয়। দগ্ধ হয়ে ৩৭ জন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি