জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনীদের পুরস্কৃত করেছিল জিয়াউর রহমান। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনীদের পুরস্কার হিসেবে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ সরকারের বিভিন্ন গুরুত্বর্পূণ পদে চাকরী, কাউকে আবার সংসদ সদস্য হিসেবেও মনোনীত করেছেন তিনি।
বঙ্গবন্ধু খুন হওয়ার পর সবচেয়ে বেশি লাভবান হনও তিনি। গতকাল (বুধবার) রাতে মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত মুজিববর্ষে শতঘন্টা মুজিব চর্চা জনতার বঙ্গবন্ধু শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠানে জুম কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনসুর আলম খানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, সাবেক সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আশাদুজামান নূর। এছাড়াও যুক্ত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজামান খোকন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক প্রমুখ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি