আজ থেকে দেশের সাত হাজার ৪ শ’ ১০টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে প্রাথমিক ও ইবেতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা।
এবারের পরীক্ষায় ৩০ লাখ ৯৫ হাজার ১শ’ ২৩ জন ক্ষুদে শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে প্রাথমিক সমাপনীতে ২৭ লাখ ৭৭ হাজার ২শ’ ৭০ জন এবং ইবতেদায়িতে ৩ লাখ ১৭ হাজার ৮শ’ ৫৩ জন শিক্ষার্থী।
এ বছর ছাত্রদের থেকে ২ লাখ ১৯ হাজার ৭৮৬ জন বেশি ছাত্রী সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করছে। প্রতিদিন সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হবে এই পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ২৬ নভেম্বর। এবারই প্রথম বহুনির্বাচনী পরীক্ষার বদলে সৃজনশীল প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি