রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ জাতীয় টিকা দিবস-২০২০ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
“বাংলাদেশের রোটারি ক্লাবসমূহ কর্তৃক ‘জাতীয় টিকা দিবস’ উদ্যাপনের উদ্যোগকে আমি স্বাগত জানাই।
পোলিও শিশুদের জন্য একটি মারাত্মক রোগ। এ রোগে আক্রান্ত শিশুরা প্যারালাইসিসের শিকার হয় এবং ক্ষেত্রবিশেষে মৃত্যুও ঘটতে পারে। অতীতে পোলিও মহামারি আকার ধারণ করলেও বিশ্বব্যাপী পোলিও ভ্যাকসিনেশন কার্যক্রমের ফলে বর্তমানে এ রোগ প্রায় নির্মূল করা সম্ভব হয়েছে। বাংলাদেশও পোলিও নির্মূলে সাফল্য অর্জন করেছে। দেশব্যাপী বছর ধরে চলা টিকাদান কর্মসূচি পোলিও নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উপমহাদেশের সব দেশ সম্পূর্ণ পোলিও মুক্ত না হওয়ায় দেশে পোলিও টিকাদান কর্মসূচি অব্যাহত রাখা জরুরি বলে আমি মনে করি।
বাংলাদেশে পরিচালিত নিয়মিত টিকাদান কর্মসূচি সারাবিশ্বে একটি অনুকরণীয় দৃষ্টান্ত। দেশের প্রায় প্রতিটি মা ও শিশু টিকাদান কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত হওয়ায় মাতৃ ও শিশু মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমেছে। মা ও শিশুর টিকা প্রদানে সাফল্যের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ গ্লোবাল এলায়েন্স ফর ভ্যাকসিন এন্ড ইমুনাইজেশন (গ্যাভি) কর্তৃক পুরস্কৃত হয়েছে। শিশুদের নিয়মিত টিকা প্রদানে উৎসাহিত করতে আমি সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থাসমূহকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
জাতীয় টিকা দিবসে আমি একটি পোলিও মুক্ত বিশ্ব প্রত্যাশা করছি।