রোববার সকাল সাড়ে ১০ টায় ২৩, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া শুরু করেছে আওয়ামী লীগ।
সকাল থেকেই দলীয় কার্যালয়ে মনোনয়প্রত্যাশী ও তাদের কর্মী সমর্থকদের ভিড় ছিল। তারা আগেই আভাস পেয়েছিলেন আজ চূড়ান্ত মনোনয়নের টিকিট তুলে ধরা হবে।
মনোনয়নের চিঠি নিয়ে বেরিয়ে এসে অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদের কর্মী সমর্থকদের স্লোগানে স্লোগানে মুখর বঙ্গবন্ধু অ্যাভিনিউ।
দলীয় সূত্রে জানা গেছে, ২৫০ আসনে আগেই দলীয় প্রার্থী চূড়ান্ত করে রেখেছিল আওয়ামী লীগ। বাকী আসনগুলো মহাজোটের শরিকদের দেয়া হবে।
এবার প্রথমবারের মতো যারা দলীয় মনোনয়ন পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা সাইফুজ্জামান শেখর। তিনি মাগুরা থেকে নির্বাচন করবেন।
চট্টগ্রাম-৯ আসনে মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরি নওফেল।
গাজীপুর-২ আসনে মনোনয়ন পেয়েছেন তরুণ এমপি জাহিদ আহসান রাসেল।
গাজিপুর-৩ আসনে মনোনয়ন পেয়েছেন গাজিপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসের সবুজ।
মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন পেয়েছেন এড. মৃণাল কান্তি দাস।
মনোনয়ের চিঠি পেয়েছেন আওয়ামী লীগের প্রবীণ নেতা মহিউদ্দিন খান আলমগীর। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিও মনোনয়নের টিকিট পেয়েছেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি