রোববার সকাল সাড়ে ১০ টায় ২৩, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া শুরু করেছে আওয়ামী লীগ।
সকাল থেকেই দলীয় কার্যালয়ে মনোনয়প্রত্যাশী ও তাদের কর্মী সমর্থকদের ভিড় ছিল। তারা আগেই আভাস পেয়েছিলেন আজ চূড়ান্ত মনোনয়নের টিকিট তুলে ধরা হবে।
মনোনয়নের চিঠি নিয়ে বেরিয়ে এসে অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদের কর্মী সমর্থকদের স্লোগানে স্লোগানে মুখর বঙ্গবন্ধু অ্যাভিনিউ।
দলীয় সূত্রে জানা গেছে, ২৫০ আসনে আগেই দলীয় প্রার্থী চূড়ান্ত করে রেখেছিল আওয়ামী লীগ। বাকী আসনগুলো মহাজোটের শরিকদের দেয়া হবে।
এবার প্রথমবারের মতো যারা দলীয় মনোনয়ন পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা সাইফুজ্জামান শেখর। তিনি মাগুরা থেকে নির্বাচন করবেন।
শেখ হাসিনা (গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬), ওবায়দুল কাদের (নোয়াখালী-৫), ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম-৯), শাহজাহান খান (মাদারীপুর-২),আব্দুল মতিন খসরু (কুমিল্লা-৫), মুজিবুল হক (কুমিল্লা-১১), নসরুল হামিদ (ঢাকা-৩), শেখ ফজলে নূর তাপস (ঢাকা-১০), আসাদুজ্জামান খাঁন (ঢাকা-১২), সাদেক খান (ঢাকা-১৩), আসলামুল হক(ঢাকা-১৪), মাশরাফী (নড়াইল-২), ফরহাদ হোসেন সংগ্রাম (ব্রাহ্মণবাড়ীয়া-১), ডা. দীপু মনি (চাঁদপুর-৩), শ ম রেজাউল করিম (পিরোজপুর-১), সাইফুজ্জামার শিখর (মাগুরা-১), নিজাম উদ্দীন হাজারী (ফেনী-২), মরোরঞ্জন শীল (দিনাজপুর-১), খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২), জাহিদ আহসান রাসেল (গাজীপুর-২), সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪), ফাহমি গোলন্দাজ বাবেল (ময়মনসিংহ-১), শেখ জুয়েল (খুলনা-২), ড. আব্দুর রাজ্জাক (টাঙ্গাইল-১), এনামুল হক (রাজশাহী-৪), মো. আব্দুল কুদ্দুস (নাটোর-৪), মোহাম্মদ নাসিম ( সিরাজগঞ্জ-১), মাহবুবউল আলম হানিফ (কুষ্টিয়া-৩), আব্দুর রউফ (কুষ্টিয়া-৪), কাজী জাফর উল্লাহ (ফরিদপুর-৪), আব্দুস সোবাহান গোলাপ (মাদারীপুর-৩), এনামুল হক শামীম (শরীয়তপুর-২), গাজী গোলাপ দস্তগীর ( নারায়ণগঞ্জ-১), অসীম কুমার উকিল (নেত্রকোনা-৩), আলী আজম (ভোলা-২), নুরুন্নবী চৌধুরী শাওন (ভোলা-৩), মাহমুদুস সামাদ চৌধুরী (সিলেট-৩), শেখ হেলাল (বাগেরহাট-১), আনিসুল হক (বাহ্মণবাড়িয়া-৪), মাহবুব আরা (গাইবান্ধা-২), মৃনাল কান্তি দাস (মুন্সিগঞ্জ-৩), নুরুল ইসলাম সুজন (পঞ্চগড়-২),আব্দুর রাজ্জাক (টাঙ্গাইল-১)…
মনোনয়ের চিঠি পেয়েছেন আওয়ামী লীগের প্রবীণ নেতা মহিউদ্দিন খান আলমগীর। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিও মনোনয়নের টিকিট পেয়েছেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি