মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৩৭তম স্প্যান বসানো হয়েছে।এর মধ্য দিয়ে দৃশ্যমান হলো সেতুর ৫ হাজার ৫৫০ মিটার।
আজ (বৃহস্পতিবার) সকালে, মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ৩৭তম স্প্যানটিকে ৯ ও ১০ পিলারের কাছে নিয়ে যাওয়া হয়।
মাওয়া প্রান্তের ৯ ও ১০ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে স্প্যানটি। ৪১টির মধ্যে আর বাকি থাকলো আর মাত্র ৪টি স্প্যান। ৩৬তম স্প্যান বসানোর ৬ দিনের ব্যবধানে বসলো এই স্প্যানটি।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি