বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে হুন্ডির ১৬ লাখ টাকাসহ সুজন ও সুরুজ মিয়া নামে মামা ভাগ্নে দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আটক সুজন আলী বেনাপোল বোয়ালিয়া গ্রামের কেরামত আলীর ছেলে ও সুরুজ মিয়া বেনাপোল সাদিপুর গ্রামের আবুল কাশেম এর ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক জানান, বেনাপোল সীমান্ত দিয়ে বিপুল পরিমান হুন্ডির টাকা ভারতে পাচার হয়ে যাচ্ছে জানতে পারে বিজিবি। মঙ্গলবার সকালে সীমান্ত এলাকায় অভিযান চালান তারা। আটকদ করা হয় সুজন ও সুরুজকে। পরে সুজনের কাছ থেকে ৪লাখ টাকা ও সরুজ মিয়ার কাছ থেকে ১২লাখ টাকা জব্দ করা হয়।
উদ্ধারকৃত টাকাসহ আটককৃতদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।