সন্ত্রাস চাঁদাবাজরা দেশ ও সমাজের শত্রু। সমাজে তাদের কোনো স্থান নেই, তারা যে দলেরই হোকনা কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নিতে হবে। মঙ্গলবার বিকেলে দোহার জয়পাড়া বড় মাঠে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারিখাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের নবনির্বাচিত এমপি সালমান এফ রহমান।
তিনি বলেন, আমি দলমত নির্বিশেষে আপনাদের ভোটে নির্বাচিত এমপি হয়েছি। আপনাদের প্রতি আমার অনেক দায়িত্ব রয়েছে, বিশেষ করে যুব সমাজের উপর। কারণ যুব সমাজরা কাজের অভাবে বেকার থেকে মরণ নেশা মাদকের সাথে জড়িয়ে পড়েছে। আমি তাদের বিপদগামী পথ থেকে ফিরিয়ে আনতে চাই। সে জন্য দোহার-নবাবগঞ্জকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তুলব। এতে করে এলাকা থেকে বেকারত্ব দূর হবে।
এ সময় তিনি আরো বলেন, যারা মাদকের সাথে সম্পৃক্ত আছেন, আমি তাদেরকে বলে দিতে চাই এখনো সময় আছে ভাল হয়ে যান। আপনারা যদি আওয়ামীলীগের দলের লোকও হন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুধে আমি কোনো ছাড় দিবো না।
নিউজ ডেস্ক / বিজয় টিভি