নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর নুর হোসেনকে অস্ত্র আইনের একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (০৬ জানুয়ারি) দুপুরে, নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত এবং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক বেগম সাবিনা ইয়াসমিন এ আদেশ দেন।
মামলার রায় প্রদান শেষে একই আদালতে আরেকটি চাঁদাবাজির মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় নূর হোসেন ও তার সহযোগীরাসহ আটজন আসামি খালাস পান।
এর আগে, সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কাশিমপুর কারাগার থেকে নূর হোসেনকে আদালতে হাজির করা হয়।