দেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু হওয়ার দিন থেকে আজ পর্যন্ত টিকাগ্রহীতার সংখ্যা ৪৯ লাখ ৯০ হাজার ২৩২ জন। এর মধ্যে পুরুষ ৩১ লাখ ২৪ হাজার ৭২৮ জন এবং নারী ১৮ লাখ ৬৫ হাজার ৫০৪ জন। তাদের মধ্যে ৯২০ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।
মঙ্গলবার (২৩ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সারা দেশে এখন পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৬৩ লাখ ৭৮ হাজার ৬২৭ জন।
মঙ্গলবার (১১ মার্চ) করোনাভাইরাসের টিকা নিয়েছেন ৭৮ হাজার ৩৩০ জন।