কেরাণীগঞ্জে অনুমোদনহীন খাদ্য উৎপাদন, মজুদ ও বিক্রির অপরাধে সাতটি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে র্যাব।
আজ শুক্রবার র্যাব-১০ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) এ্যাডিশনাল ডিআইজি মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে এক অভিযান পরিচালনা করে অনুমোদনহীন খাদ্য উৎপাদন, মজুদ ও বিক্রির অপরাধে সাতটি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
এসময় প্রায় এক লাখ টাকার অনুমোদনহীন নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাদ্যসামগ্রী ও কাচামাল ধ্বংস করা হয়।
অসাধু ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে কেরাণীগঞ্জ এলাকায় এসব অনুমোদনহীন নিম্নমানের খাদ্যসামগ্রী তৈরি করে আসছিল বলে র্যাব সূত্রে জানা যায়।