মহামারী (কোভিড-১৯) করোনাভাইরাসের সংক্রমণ রোধে দীর্ঘদিন বন্ধ থাকা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান চলতি মাসে খোলার কথা থাকলেও কঠোর বিধিনিষেধের মেয়াদ বাড়ায় তা আর খুলছে না।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ১২ জুন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বর্ধিত করেছে সরকার। বুধবার (২৬ মে) দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বর্ধিত করার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এরপর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। আমাদের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে ক্লাস নিতে পারব।