চট্টগ্রামে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি কুলসুম আক্তারের হয়ে জেলখাটা মিনুকে মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে জেলা নারী ও শিশু আদালতের পিপিসহ ৩ আইনজীবীকে তলব করা হয়েছে।
মিনুর জেল খাটার বিষয়ে শুনানি নিয়ে সোমবার (০৭ জুন) হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে মিনুর পক্ষে শুনানি করেন, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শিশির মনির।
২০০৬ সালে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুলসুমের বদলে মিনু ২০১৮ সালের জুন থেকে সাজা ভোগ করছিলেন।