আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ডিসেম্বরে জেলা পর্যায়ের সম্মেলনের উদ্দেশ্য নিয়ে মাঠে নামা হয়েছে। সম্মেলনের মাধ্যমে সংগঠনে গতিশীলতা আসে এবং মূল্যায়ন হয়।
সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে নগর আওয়ামী লীগের সাথে কেন্দ্রীয় আওয়ামী লীগের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় প্রতিটি ইউনিটের কোনো সমস্যা আছে কিনা তা জানার জন্য বৈঠক করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, কোন সমস্যা থাকলে সেটার সমাধানও করা হচ্ছে।
এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, হুইপ আবু সাঈদ মাহমুদ আল স্বপন, সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীসহ নগর আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।