জাল স্ট্যাম্প তৈরি চক্রের মূল হোতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (২৫ জুন) দুপুরে, ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজ আক্তার।
তিনি জানান, চক্রটির কাছ থেকে ২০ কোটি টাকা মূল্যের জাল স্ট্যাম্প এবং শত কোটি টাকা মূল্যের স্ট্যাম্প তৈরির কাগজ উদ্ধার করা হয়। সেই সাথে জাল স্ট্যাম্প বিক্রির নগদ ৩ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। রাজধানীর মাতুয়াইলে আধুনিক প্রিন্টিং মেশিন বসিয়ে ২ বছর ধরে স্ট্যাম্প তৈরি করে আসছিলো চক্রটি। এই চক্রের সাথে কোনো সরকারি চাকরিজীবী জড়িত আছে কিনা তা তদন্ত করা হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।