গাইবান্ধার গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।
রোববার রাতে গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মঞ্জুরুলহক সেলিম সদস্যদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ আসনের সাংসদ প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধানসহ অন্যরা। অনুষ্ঠানে সভাপতি পদে গোপাল মোহন্ত, সাধারণ সম্পাদক পদে জাহিদুর রহমান প্রধান টুকুসহ ক্লাবের বিভিন্ন পদে মোট ১৩ জন শপথ গ্রহণ করেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি