রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় তিন জনর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ৯টা থেকে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করে জানান, হাসপাতালে করোনা আক্রান্ত একজন রোগী মারা গেছেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় মারা যাওয়া রোগী রাজশাহীর বাসিন্দা এবং অন্য দু’জন রাজশাহী ও নওগাঁর। দুইজন ষাটোর্ধ্ব এবং একজন ৪১ থেকে ৫০ বছর বয়সী নারী।
হাসপাতাল পরিচালক আরও জানান, বর্তমানে করোনা ইউনিটের ৩৪ শয্যার বিপরীতে ৬ জন রোগী ভর্তি রয়েছেন। তবে করোনা আক্রান্ত আর কোনো রোগী ভর্তি নেই। সন্দেহভাজন করোনা রোগী রয়েছেন ৫ জন। আরেকজন করোনা নেগেটিভ হলেও অন্যান্য শারীরিক জটিলতা নিয়ে ভর্তি রয়েছেন।
এদিকে, মঙ্গলবার রামেকের আরটি-পিসিআর ল্যাবে রাজশাহীর ৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। তবে এতে কারো শরীরে করোনা শনাক্ত হয়নি।