চূর্ন পাথর আনার মিথ্যা ঘোষণা দিয়ে ভারত থেকে আমদানি করা ২ হাজার ৭শ’ টন পাথরের ধূলা আনায় কাস্টমসের ছাড়পত্র না পাওয়ার কারণে প্রায় এক মাস ধরে ডাস্টগুলো পড়ে আছে বাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে।
এ ঘটনায় কাস্টমসের গঠিত চার সদস্যের তদন্ত কমিটি প্রতিবেদনও জমা দিয়েছেন। এদিকে, আখাউড়া স্থলবন্দর দিয়ে চূর্ন পাথর বা ডাস্ট আমদানির অনুমতি না থাকায় আমদানিকারক প্রতিষ্ঠানকে আগামী ১০ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
এদিকে, সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দাবি, পণ্যগুলো এভাবে পড়ে থাকায় প্রতিদিন তাদের লোকসান গুনতে হচ্ছে। এ জন্য উল্টো কাস্টমস কর্তৃপক্ষকেই দায়ী করছেন তারা। এ ব্যাপারে আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান বলেন, এ ধরণের পণ্য আমদানির অনুমতি নেই। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিবেন।