দেশের চলমান পরিস্থিতিতে আটদিন বন্ধ থাকার পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সব কয়টি ইউনিটে একযোগে পুলিশিং সেবা কার্যক্রম শুরু হয়েছে। এতে সর্বস্তরে স্বস্তি ফিরে এসেছে। সহিংসতার সময় লুট হওয়া পুলিশের একটি শটগানও উদ্ধার হয়েছে।
সোমবার (১২ আগস্ট) সকাল থেকে থানাগুলোতে সেবা প্রার্থীদের জিডি, মামলাসহ সব ধরনের আইনগত সহায়তা দেয়া হচ্ছে। এছাড়াও বিভিন্ন এলাকায় পুলিশিং পেট্রোলিংও শুরু হয়েছে। সড়কের শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কাজ করছে জিএমপির ট্রাফিক পুলিশের সদস্যরা। তাদেরকে সহযোগিতা করছেন বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার নগরীর বিভিন্ন থানা পরিদর্শন শেষে জিএমপি কমিশনার মাহবুব আলম বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের শতভাগ পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দিয়েছেন। খুব শিগগিরই নগরবাসীর মধ্য থেকে নিরাপত্তাহীনতার শঙ্কা কেটে যাবে। এছাড়াও পুড়ে যাওয়া বাসন থানার কার্যক্রম ভিন্ন স্থানে শুরু করা হয়েছে বলেও জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো.মাহবুব আলম।
তিনি আরও জানান, লুট হওয়া পুলিশের একটি শটগান উদ্ধার করে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এসময় আরও কোথাও লুট হওয়া অস্ত্রের সন্ধান পেলে থানা পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।