শিক্ষার্থীদের জিম্মি করে কেউ আন্দোলন করতে পারবে না বলে মন্তব্য করেছেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ (বধবার) দুপুরে সাভার সরকারী অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ‘বই উৎসবে’ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাকে বর্তমান সরকার সবসময় গুরুত্ব দেয়। তাই কোন দাবি–দাওয়া থাকলে সেটি সরকারকে জানাতে হবে।
সেগুলো যদি যুক্তিসঙ্গত হয়, তা বিবেচনায় নিয়ে দেখা হবে। তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের জঙ্গিবাদ ও মাদক থেকে দূরে থাকারও আহ্বান জানান। এর আগে ছাত্রছাত্রীদের হাতে নতুন বছরের বই তুলে দেন দীপু মনি। অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেনসহ আরো অনেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি