দেশকে মাদকমুক্ত করতে হলে মাদকের ডিমান্ড কমাতে হবে বলে মন্তব্য করেছেন র্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদ।
আজ (বুধবার) দুপুরে পতেঙ্গা র্যাব-৭ সদর দপ্তর আয়োজিত মাদক ধ্বংস ও মাদকবিরোধী প্রচারণা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ড. বেনজীর আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে র্যাব, পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডের অভিযানের পর মাদকের সহজলভ্যতা কমে গেছে। কিন্তু দেশে এখন ৬০ লাখের মতো মাদকসেবী রয়েছে।
মাদকের চাহিদা যদি থাকে তাহলে দেশকে মাদকমুক্ত করা যাবে না। তাই মাদকের এ চাহিদা কমাতে হবে।
এ সময় মাদকমুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তরুণদের প্রতি আহ্বান জানান তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি