সরকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে সমতল ভূমির সঙ্গে পার্বত্য এলাকার কোনো বৈষম্য করে না বলে জানিয়েছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
আজ (বৃহস্পতিবার) দুপুরে খাগড়াছড়ি পৌরসভার উদ্যোগে বাস্তবায়িত বঙ্গবন্ধু পৌর আবাসন প্রকল্পের উদ্বোধন শেষে এক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, সমতলে যে উন্নয়ন কর্মযজ্ঞ চলছে, তার সঙ্গে মিল রেখে পার্বত্য চট্টগ্রামেও উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণ করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সরকার পার্বত্য জেলা পরিষদে বেশ কিছু বিভাগকে হস্তান্তর করেছে।
এ অঞ্চলের উন্নয়নকে আরো বেগবান করতে প্রয়োজনে পার্বত্য জেলা পরিষদের সঙ্গে আলোচনা করে অন্যান্য বিভাগও তাদের কাছে হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি