ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরর পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে । তবে পন্য আমদানি রপ্তানি বন্ধ থাকলেও আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে।
বন্দরের ব্যবসায়ী রাজীব ভূঁইয়া জানান, মঙ্গলবার ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস। এ উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় ভারতীয় ব্যবসায়ী নেতারা আজ বন্দর দিয়ে কোনো প্রকার পণ্য রপ্তানি বা আমদানি করবেন না বিষয়টি আগেই জানিয়েছেন। এ কারণে সকাল থেকে আখাউড়া-আগরতলা স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল বুধবার সকাল থেকে বন্দর দিয়ে পুনরায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট মোহাম্মদ আলী বলেন, বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং প্রতিদিনের মতোই চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
পূর্ব বাংলার প্রবেশদ্ধার খ্যাত আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সেভেন সিস্টার অঙ্গরাজ্য গুলোতে কোটি কোটি টাকার সিমেন্ট, মাছ, সিলেটের পাথর, প্লাস্টিক সামগ্রী সহ বিভিন্ন ধরনের পন্য রপ্তানি হয়ে থাকে।