চতুর্থ ধাপে ভাসানচর যাচ্ছে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ শরণার্থী শিবিরের রেজিস্ট্রেশনকৃত সাড়ে ৩ হাজার রোহিঙ্গাদের একটি দল।
এসব রোহিঙ্গাদের মধ্য থেকে প্রথম অংশে প্রায় ১ হাজার রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশে রওনা দেয়। রোববার দুপুরে, উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে তাদের নিয়ে ২১টি বাস চট্টগ্রাম বিএন শাহীন কলেজের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। রোহিঙ্গাবোঝাই এসব বাস চট্টগ্রাম বিএন শাহীন কলেজে স্থাপিত ট্রানজিট ক্যাম্পে পৌঁছাবে।
অবশিষ্ট রোহিঙ্গাদের আজ রাতে এবং আগামীকাল এ ক্যাম্পে নিয়ে আসার কথা রয়েছে। এর আগে, শুক্রবার ও শনিবার সকালে রেজিস্ট্রেশনকৃত এসব রোহিঙ্গাদের উখিয়া ডিগ্রি কলেজ মাঠে আনা হয়।