যশোরের অভয়নগর উপজেলায় ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ঐ ট্রেনের একটি বগি এবং ইঞ্জিন।সোমবার ১টার দিকে অভয়নগর উপজেলার নওয়াপাড়া লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খুলনাঞ্চলীয় রেলওয়ে প্রকৌশলী গৌতম বিশ্বাস। তিনি জানান, সোমবার রাত অনুমানিক ১টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেন নওয়াপাড়া বন্দর এলাকা অতিক্রম করছিল। এ সময় নওয়াপাড়া মূল লেভেল ক্রসিং পার হয়ে একটি লোকাল ক্রসিং অতিক্রম করার সময় একটি ট্রাক ট্রেনে ধাক্কা দেয়। ঐ ট্রাকের চালক ট্রেন দেখে চলন্ত গাড়ি থেকে নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ক্ষতিগ্রস্ত হয় ঐ ট্রেনের একটি বগি এবং ইঞ্জিন। এরপর রেল চলাচল স্বাভাবিক করা হয়েছে। এছাড়া লোকাল ক্রসিংগুলোতে গেটম্যান থাকেন না বলেও জানান তিনি।