বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ৫১ কেজি গাঁজাসহ কাওছার হোসেন (২১) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ সদস্যরা। এ সময় মাদক ক্রয়-বিক্রির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।কাওয়ার হোসেন কুমিল্লা জেলার দেবিদ্বার থানার মির্জানগর গ্রামের ইকবাল হোসেনের ছেলে।
সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২ এর কোম্পানী কমান্ডার (স্কোয়াড্রন লিডার) মোহাম্মদ ইলিয়াস খান।বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদে সোমবার রাত আড়াইটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সামনে রাস্তার উপরে অস্থায়ী চেক পোষ্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ঢাকা মেট্রো-ন-১২-২৬১৮
একটি হলুদ রংয়ের পিকআপে তল্লাশি চালিয়ে ৫১ কেজি গাঁজাসহ কাওছার হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ মাদক কারবারীকে থানায় হস্তান্তর করা হয়েছে।