জয়পুরহাটের পাঁচবিবিতে আ. কুদ্দুস হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে দুজনকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্তরা হলেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কলন্দপুর গ্রামের অফির উদ্দিনের ছেলে আনিছুর রহমান (৪৪) ও নজরুল ইসলাম (৪৮)।বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্র নাথ মন্ডল।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৫ সালের ২০ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আ. কুদ্দুস ও তার স্ত্রী শেওলা বেগমের সঙ্গে ঝগড়া হয়। একপর্যায়ে শেওলা বেগম দৌড়ে সৎ ভাই অফির উদ্দিনের বাড়িতে যায়। সেখানে গিয়ে উপস্থিত হয় আ. কুদ্দুস। সেখানে আনিছুর রহমান ও নজরুল ইসলাম আ. কুদ্দুসকে কুপিয়ে জখম করে। এ সময় কুদ্দুসের বড় ভাই লুৎফর রহমান তাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও আহত করে। এ সময় ঘটনাস্থলেই মারা যান কুদ্দুস। এ ঘটনায় নিহতের বড় ভাই লুৎফর রহমান বাদী হয়ে ২০০৫ সালের ২১ নভেম্বর পাঁচবিবি থানায় ৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
এ ঘটনায় পুলিশের তৎকালীন এসআই আহসান হাবিব ২০০৬ সালের ২০ মার্চ ৩ জনকে অব্যাহতি দিয়ে দুই জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে সাত জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণে আদালত আজ এ রায় দেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নৃপেন্দ্র নাথ মন্ডল, উদয় সিং এপিপি। আর আসামিপক্ষের আইনজীবী ছিলেন আফজাল হোসেন ও আবু কায়ছার।