সরকারি ঘোষণার সাধারণ ছুটিতেও বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ২৫ ট্রাক কাঁচা মরিচসহ ৪০ ট্রাক পচনশীল পণ্য আমদানি করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত এ আমদানি করা হয়।
জানা গেছে, ৪০ ট্রাকের মধ্যে ২৫ ট্রাক কাঁচা মরিচ, ৫ ট্রাক টমেটো, ২ ট্রাক মাছ ও ৮ ট্রাক অন্যান্য পচনশীল পণ্য রয়েছে।
বন্দর সূত্রে জানা যায়, দেশের বাজারে সরবরাহ ঠিক রাখতে, আমদানিকারকদের ক্ষতির হাত থেকে রক্ষা করতে এবং সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যে বিশেষ ব্যবস্থায় এসব পচনশীল পণ্য আমদানি করা হয়েছে। এতে করে বাজারে কাঁচা মরিচের মূল্য কিছুটা হলেও কম হবে বলে ধারণা সংশ্লিষ্টদের।
বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ওসি) রেজাউল করিম বলেন, ‘সরকারি ছুটির দিনেও দেশের বাজারে সরবরাহ ঠিক রাখতে এবং জনসাধারণের চাহিদার কথা বিবেচনা করে বিশেষ ব্যবস্থায় ভারতের পেট্রাপোল বন্দরে আটকা পচনশীল পণ্য আমদানি করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টা পর্যন্ত প্রায় ৪০ ট্রাক পচনশীল পণ্য আমদানি হয়েছে।’