র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন বালিয়া শ্যামপুকুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র ব্যবসায়ী শ্রী সুদেব সরদারকে (২২) গ্রেপ্তার করেছে। তিনি জেলার গোদাগাড়ী উপজেলার মানদণ্ডই এলাকার শ্রী রবি সরদারের ছেলে। এ সময় তার নিকট থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, দুই কেজি গান পাউডার ও একটি ইজিবাইক জব্দ করা হয়।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-৫, রাজশাহীর একটি দল জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী হতে অবৈধ মাদকদ্রব্যসহ ব্যাটারি চালিত একটি ইজিবাইক মহানগরীর দিকে যাচ্ছে।
এমন সংবাদ পেয়ে র্যাবের দল কাশিয়াডাঙ্গা থানাধীন বালিয়া শ্যামপুকুর মোড়ে ইজিবাইক তল্লাশি করে সিটের নিচে লুকানো অবস্থায় অস্ত্র ও গানপাউডারগুলো জব্দ করে।
জিজ্ঞাসাবাদে সুদেব র্যাবের কাছে স্বীকার করেন, তিনি একজন কুখ্যাত অস্ত্র কারবারী। পেশায় একজন ইজিবাইক চালক হলেও দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকার অস্ত্র ব্যবসায়ীদের নিকট বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে পরবর্তীতে মামলা দায়ের করা হয়।