ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জুয়া খেলায় বাধা দেয়ায় তিন শিক্ষার্থীকে কুপিয়ে আহত করা হয়েছে। আহতরা হলেন আশীষ খাদেম, মো. রিফাত ও আমজাদ হোসেন। তারা সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। তাদের মধ্যে আশীষ খাদেম জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকি দুজন আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে আখাউড়া পৌর এলাকার খড়মপুরে এ ঘটনা ঘটে।
ছাত্র আন্দোলনকারিদের সূত্রে জানা গেছে, খড়মপুর মাজার শরীফের পশ্চিম পাশে ঢাকা-সিলেট রেলপথে জুয়ার আসর বসার খবরে ছাত্ররা সেখানে ছুটে যায়। সেখানে গিয়ে এ বিষয়ে জানতে চাওয়া মাত্রই তাদের ওপর হামলা চালানো হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের দল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে এবং তাদের উদ্ধার করে।
এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুঁটে যায়। তবে হামলাকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।