দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে দেশের চলমান উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখারও আহ্বান জানিয়েছেন তিনি।
পহেলা বৈশাখ উপলক্ষে গণভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। শুভেচ্ছা বক্তব্যে নতুন বাংলা বছর বাঙালির জীবনে সুখ-সমৃদ্ধ বয়ে আনবে এমন আশা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, নতুন বছরে জাতির পিতার জন্মশত বার্ষিকী ও দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবে বাংলাদেশ।
আগামীতে বাংলাদেশ বিশ্বে উন্নত সমৃদ্ধশালী দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে উল্লেখ করে উন্নয়নের এই অগ্রগতি অব্যাহত রাখতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
নিউজ ডেস্ক / বিজয় টিভি