নিউজ ডেস্ক / বিজয় টিভি
কেএসআরএম-এর উদ্যোগে নগরীর ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডে সিসি ক্যামেরা বসানোর কাজ চলছে।
বন্দরনগরীতে কোনো ওয়ার্ডকে পুরো সিসি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ এটাই প্রথম। চুরি, ছিনতাই, মাদক কিংবা আরো বড় ধরণের অপরাধ থেকে ঠেকাতে চট্টগ্রাম নগরীর পুরো বাগমনিরাম ওয়ার্ডকে আনা হচ্ছে সিসি ক্যামেরার আওতায়। কেএসআরএম ব্রান্ড কো-অর্ডিনেটর মো. মনিরুজ্জামান রিয়াদ জানান, এই ওয়ার্ডে দরকার ১৮৫টি ক্লোজ সার্কিট ক্যামেরা। এরমধ্যে প্রথম পর্যায়ে লাগানো হয়েছে ৩২টি। পাশাপাশি লাগানো হচ্ছে নানা নির্দেশনাও। যার পুরোটাই তত্বাবধান করছে কেএসআরএম। গুরুত্ব অনুযায়ী ধাপে ধাপে নগরীর প্রতিটি ওয়ার্ডে সিটি ক্যামেরার আওতায় আনা হবে বলেও জানান এই কর্মকর্তা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি